মে ১০, ২০২৪ ৮:৫৩ পিএম

বগুড়ায় পাটের বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৭৪ হাজার টাকা জরিমানা 

বগুড়ার নন্দীগ্রামে আইন লঙ্ঘন করায় পৃথকভাবে ২জনের ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার রণবাঘা বাজারের চাল ব্যবসায়ী ওয়াইদুল ইসলাম (৪৫) পাটের বস্তা ব্যবহার না করায় তাকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।

চাল ব্যবসায়ী ওবাইদুল ইসলাম রণবাঘা গ্রামের মকিম উদ্দিনের ছেলে।

এরপর উপজেলার ডেরাহার গ্রামের পূর্ব মাঠে ইউনুস আলী (৪৪) অবৈধভাবে পুকুর খনন করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ওই ভ্রাম্যমাণ। ইউনুস আলী বৈলগ্রামের মৃত লছের উদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print