সাকিব আল হাসান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এ নিয়ে যেন সমালোচনা কিছুতেই পিছু ছাড়ছে না। আর এ কারণে গেল কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তারা তদন্ত করে এর সত্যতা যাচাই করে বাঁহাতি অলরাউন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এজন্য সাকিবকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব চূড়ান্ত করাও পিছিয়ে গেছে বলে শোনা যাচ্ছে।
বিসিবির উপদেষ্টা কোচ নাজমুল আবেদীন ফাহিম বললেন, এমন চুক্তি করার আগে বোর্ডের কাছে অনুমতি চাওয়া বাধ্যতামূলক করা উচিত।
সাকিব আল হাসান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করে আলোচনায়। বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টি ফোর’-এর সঙ্গে আলাপচারিতায় সেই প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন ফাহিম। সাকিব অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেননি বলে খবর।
এর প্রেক্ষিতে তিনি বলেন, ‘কোনও চুক্তির ব্যাপারে বোর্ডের কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যক হওয়া উচিত। কেউ এসে অন্তত বলবে যে আমি এটা করতে চাই, আমি বলবো ঠিক আছে করো। বোর্ডের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করতে হবে। আমি মনে করি এখানে বোর্ডের দোষ, তারা কেন আগে থেকে এটা করেনি, সবার জন্য অনুমতি চাওয়া বাধ্যতামূলক করেনি! এটা সবার ক্ষেত্রেই করা উচিত। আমি জানি না এখানে টেকনিক্যাল ব্যাপার কী আছে, সাকিব নিশ্চয় ভেবেচিন্তে সব করেছে। আমি এথিক্যাল ব্যাপার যদি বলি, যেহেতু জাতীয়ভাবে আমাদের এখানে (বেটিং) চল নেই, সেখানে শ্রদ্ধাশীল থাকা জরুরি।’