পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে ভিক্ষা করার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পরে মুচলেকা দিয়ে ওই হজযাত্রীকে ছাড়িয়ে আনে সৌদিস্থ বাংলাদেশ হজ মিশন।
সৌদিতে কাউন্সিলর (হজ) মোঃ জহিরুল ইসলামের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলাট্রিবিউন।
এ ঘটনায় এই হজ এজেন্সির বিরুদ্ধে নোটিশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
জানা গেছে, মতিয়ার রহমান নামের ওই হজযাত্রী ধানসিড়ি ট্রাভেল এয়ার সার্ভিস (হজ লাইসেন্স নং-৭৩৭) নামের একটি এজেন্সির মাধ্যমে হজে গিয়েছিলেন।
গত ২২ জুন সৌদি স্থানীয় সময় আনুমানিক বিকেল ৫টার দিকে মদিনায় ভিক্ষা করতে গিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
সৌদিস্থ বাংলাদেশ হজ মিশন জানায়, এই হজযাত্রীর বসবাসের জন্য বাড়ি-হোটেলের ব্যবস্থাও করেনি ধানসিড়ি ট্রাভেল এয়ার সার্ভিস। একইসঙ্গে এই হজযাত্রীকে গাইড করার মতো কোনো মোনাজ্জেম ছিল না। মতিয়ার রহমান নিজের তার ব্যাগ ছিনতাই হওয়ার নাটক সাজিয়ে সেখানে ভিক্ষা করছিলেন।