অক্টোবর ১৯, ২০২৫ ৩:২৫ পিএম

ফের যুক্তরাজ্যে সবজি রপ্তানি শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: ইন্টারনেট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: ইন্টারনেট

প্রায় ২৮ দিন পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার (ইডিএস) যন্ত্র সচল হওয়াতে ফের বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সবজি রফতানি শুরু হয়েছে।

এই দীর্ঘ সময়ে কোটি টাকা ক্ষতি হয়েছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, এই বিরতির কারণে তারা যুক্তরাজ্যের বাজারের অনেক অর্ডার হারিয়েছেন। এজন্য তাদের ১০৫ কোটি টাকার ওই বাজার পুনরুদ্ধার করা কঠিন হয়ে যাবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা বলছেন, বন্দরের কার্গো ভিলেজের একমাত্র সচল ইডিএস যন্ত্রটি দুই থেকে তিন মাস পরপরই নষ্ট হয়ে যায়। প্রতিবার নষ্ট হলে মেরামত করতে অন্তত দুই সপ্তাহ সময় লাগে।

জানা যায়, সর্বশেষ গত ১০ মার্চ যন্ত্রটি অকেজো হয়ে পড়ে। এর ফলে যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে কোনো কৃষিপণ্য পাঠানো যায়নি। অথচ কৃষিপণ্য রফতানির বড় বাজারটি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ঘিরে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, পুরোনো দুটি স্ক্যানার যুক্তরাজ্য কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। যেই ইডিএসটা নষ্ট (কিছুদিন পরপর নষ্ট হয়), সেটি মেরামতের কাজ চলছে।

তিনি আরও জানান, এর মধ্যেই দুটি শিপমেন্ট গেছে। এখন পুরোদমে কাজ করছে বিমানবন্দরের স্ক্যানারগুলো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print