আগস্ট ১, ২০২৫ ৯:৪১ পিএম

বগুড়ায় নদী থেকে দিনমজুরের লাশ উদ্ধার

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদী থেকে শাহজাহান আলী (৪৫) নামে এক দিনমজুরের গামছা পরা ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) বিকেল ৪টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবিনগর বাঙ্গালী নদীর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান আলী উপজেলার নবিনগর গ্রামের রোমজান আলীর ছেলে।

নিহত শাহজাহান আলীর স্ত্রী করিমন বিবি জানান, তার স্বামী পেশায় একজন দিনমজুর। অন্যান্য দিনের ন্যায় রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে জীবিকার তাগিদে দিনমজুর ঘাটতে শেরপুর উপজেলা এলাকায় গিয়েছিল। সন্ধ্যায় কাজ শেষ করে বাড়িতে রওনা হয়েছে বলে তাকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছিল। কিন্ত সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারপর আর সে বাড়িতে ফিরে আসেনি।

আজ (সোমবার) বিকেলে নদীর ভেতর তার লাশ ভাসতে দেখে লোকজন খবর দিয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় সনাক্ত করা হয়। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই। গামছা পরে সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় তার স্বামী পানিতে যুবে মারা যেতে পারেন বলে ধারনা করছেন করিমন বিবি।

ধুনট থানার এসআই হায়দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, দিনমজুর শাহজাহান আলীর ভাসমান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print