অক্টোবর ১৯, ২০২৫ ৩:২২ পিএম

রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে টাস্কফোর্স কমিটি ও বাজার উপদেষ্টা কমিটির সভা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বিশেষ সভা। ছবিঃ এনসিএন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বিশেষ সভা। ছবিঃ এনসিএন

বগুড়া, ২ এপ্রিল ২০২২: শনিবার বিকাল ৪ টায় বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য জেলা টাস্কফোর্স কমিটি ও বাজার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, বগুড়া মোঃ জিয়াউল হক উক্ত সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও, বাজার ও ভোক্তার স্বার্থ সংশ্লিষ্ট সকল সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ক্যাব, বগুড়া, বগুড়া চেম্বার অব কমার্স, ব্যবসায়ী সমিতিসমূহ,বাজার সমিতিসমূহের নেতৃবৃন্দ, গনমাধ্যম ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সভায় পবিত্র রমজানে বগুড়া জেলায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা ও পদক্ষেপ নেওয়া এবং রমজানে যানজট ও বিদ্যুৎ বিভ্রাট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক, বগুড়া মোঃ জিয়াউল হক পবিত্র রমজানে মানুষের জীবনযাত্রা সহজ ও সুন্দর করতে সকল অংশীজনদের সহযোগিতার আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print