মে ২০, ২০২৪ ৮:৩৮ পিএম

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার ২

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ৫০ কেজি ওজনের ১৩টি গাঁজা গাছ। 

শনিবার রাতে তাদেরকে গ্রেফতারের পর রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের ব্যবসায়ী মো. নাজির আলী (৫০)। অপরজন কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কৃষক মো. সুজন আলী (৪২)।

পুলিশ জানায়, প্রায় এক বছর ধরে বাড়ির আঙিনায় বাঁশ ও মশারি দিয়ে ঘিরে গাঁজার গাছ চাষ করছিলেন নাজির আলী ও সুজন আলী। গোপন তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এসময় নাজিরের বাড়ি থেকে প্রায় ৪৫ কেজি ওজনের ১১টি গাছ ও সুজন আলীর বাড়ি থেকে পাঁচ কেজি ওজনের দুইটি গাছ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, গোপনে বাড়ির আঙিনায় নিষিদ্ধ গাঁজার চাষ হচ্ছিল। অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি ওজনের ১৩ টি গাছ জব্দ করা হয়েছে। গাঁজা চাষের অপরাধে দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনসিএন/এসকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print