মে ১১, ২০২৫ ১১:৩৮ পিএম

শ্রমিকদের বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র গড়া সম্ভব নয় :  অধ্যাপক আব্দুল মতিন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন বলেছেন, শ্রমিক সমাজকে উপেক্ষা করে ইসলামী রাষ্ট্রব্যবস্থা কখনো গড়ে তোলা সম্ভব নয়। শ্রমিকদের সহায়তা ছাড়া ইসলামী সমাজ প্রতিষ্ঠা কখনই বাস্তবায়িত হবে না। 

গতকাল রোববার বিকেলে বগুড়ার কলোনিস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার মাসিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আব্দুল মতিন বলেন, শ্রমিকদের মধ্যে ইসলামী দাওয়াত পৌঁছানো এবং সংগঠন শক্তিশালী করা আমাদের প্রধান লক্ষ্য। সেক্টরভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠন, প্রতিটি শ্রমিকের মধ্যে ইসলামী মূল্যবোধ ও মানবাধিকার প্রতিষ্ঠা করা আমাদের প্রধান কর্তব্য।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মনজুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন, জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক আব্দুল বাছেদ, মাওলানা মানছুরুর রহমান, বগুড়া মহানগর সভাপতি অ্যাডভোকেট আজগর আলী, সিরাজগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, পাবনা জেলা সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ, বগুড়া মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মাওলানা কাজী আবুল কালাম আজাদ, অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, শাহাদাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ডা. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর হোসাইন, দপ্তর সম্পাদক আবু সাঈদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বৈঠকে শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠন আরও শক্তিশালী করা, দাওয়াতি কার্যক্রমের প্রসার, সদস্য সংগ্রহ অভিযান এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একটি ব্যাপক কর্মপরিকল্পনা গৃহীত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print