বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বগুড়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলাম দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের আয়োজনে এই মতবিনিময় সভায় হয়।
ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম প্রধান মাও: মোহা: ইনামুল হক মাজেদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাও: তাজ উদ্দিন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক শেখ মো: এনামুল হক, রাজশাহী সাংগঠনিক টিমের সদস্য মাও: মো: ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, কাজী মাও: মো: মোখলেছুর রহমান, মাও: মো: আব্দুর রাজ্জাক।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির রেজাউল করিম বাদশা বলেন, একটি দল ইসলামের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছে। আমাদের ওলামা দলকে আরো শক্তিশালী করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময় অনেক আলেম ওলামাদের ওপর হামলা মামলা ও ইসলামী ওয়াজ নিষিদ্ধ করা হয়েছিল। অনেক ইসলামী বক্তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। ইসলামকে টিকিয়ে রাখতে অনেক আলেম-ওলামারা আন্দোলন করেছেন। শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের জন্মস্থান এই বগুড়ায় ওলামা দলকে অনেক শক্তিশালী করে গঠন করা হবে। এই দেশটাকে আমরা সকলে মিলেই গড়ে তুলতে চাই। সকলকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।